ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফতুল্লাতেও বৃষ্টিতে পণ্ড শেষ দিন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৫, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফতুল্লাতেও বৃষ্টিতে পণ্ড শেষ দিন

১৮৯ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সাদমান ইসলাম

ক্রীড়া প্রতিবেদক : দেশের অন্য তিন ভেন্যুর মতো ফতুল্লাতেও ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে শেষ দিনের খেলা বৃষ্টিতে ভেসে গেছে। এই মাঠে দ্বিতীয় স্তরে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচটা অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ঢাকা বিভাগের সংগ্রহ ছিল ২ উইকেটে ৫০ রান। সাইফ হাসান ২৭ রানে অপরাজিত ছিলেন। শেষ দিনে আর ব্যাটিংয়ে নামা হয়নি তার। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে দুপুর দুইটায় শেষ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এর আগে প্রথম ইনিংসে ঢাকা বিভাগের ২০৬ রানের জবাবে ঢাকা মেট্রো করেছিল ২৮৭ রান। ১৮৯ রানের অসাধারণ ইনিংস খেলা ঢাকা মেট্রোর ওপেনার সাদমান ইসলাম হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে ৫৭ রানে ৭ উইকেট নেন ঢাকা মেট্রোর স্পিনার আরাফাত সানী।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়