ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তালেবান হামলায় ১৫ আফগান পুলিশ নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তালেবান হামলায় ১৫ আফগান পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের সঙ্গে লড়াইয়ে কমপক্ষে ১৫ আফগান সীমান্ত পুলিশ নিহত হয়েছে। বৃহস্পতিবার রাজধানী কাবুলের পশ্চিমে ওয়ারদাক এলাকায় এ ঘটনা ঘটেছে বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন। সংঘর্ষে ২১ তালেবান যোদ্ধাও নিহত হয়েছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের প্রাদেশিক কাউন্সিলের সদস্য অমরউদ্দিন ওয়ালি জানিয়েছেন, তালেবান যোদ্ধারা কালা ই জাল জেলার সীমান্ত চৌকিতে হামলা চালালে আধা-সামরিক সীমান্ত পুলিশের ১৫ সদস্য নিহত হয়।
তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অবশ্য নিহতের সংখ্যা ২৫ বলে দাবি করেছেন। এছাড়া আরো সাত পুলিশ আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

২০১৫ ও ২০১৬ সালে দুই দফায় তালেবান কুন্দুজ দখল করেছিল। তবে আফগান বাহিনীর আক্রমনের মুখে পরে তারা পিছু হটতে বাধ্য হয়। গত দুই বছর প্রদেশটি তুলনামুলকভাবে নিরাপদ ছিল। তবে প্রদেশের আশেপাশের জেলাগুলো ইতিমধ্যে তালেবানের দখলে চলে গেছে।

এদিকে দেশটির জাতীয় নিরাপত্তা পরিচালকের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২০ অক্টোবর পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে জ্যেষ্ঠ তালেবান নেতারা হামলার পরিকল্পনার জন্য জড়ো হয়েছিল। বিমান হামলার সহযোগিতা নিয়ে আফগান স্পেশাল ফোর্স জ্যেষ্ঠ কমান্ডারসহ ২১ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়