ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচন কমিশনারদের মতবিরোধ নিয়ে কথা বলতে চান না সিইসি

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন কমিশনারদের মতবিরোধ নিয়ে কথা বলতে চান না সিইসি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

গতকাল সোমবার (১৫ অক্টোবর) নির্বাচন কমিশনের সভায় কমিশনার মাহবুব তালুকদারের প্রস্তাব না শোনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ‘এটা গতকাল হয়ে গেছে, এটা নিয়ে আজকে কথা বলব না।’

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ মন্তব্য করেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন নুরুল হুদা।

পরে এ বিষয়ে সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেন, আজ আপনি মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের কথা শুনলেন। গতকাল এক কমিশনার তো কথা বলতে চেয়েছিলেন, তার কথা তো শোনেননি। সাংবাদিকদের এ কথার জবাবে সিইসি বলেন, ‘এটা গতকাল হয়ে গেছে। এটা নিয়ে আজকে কথা বলব না।’

তিনি বলেন, নির্বাচন কমিশনারদের মধ্যে মতবিরোধ থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন কঠিন হবে না।

সিইসির মতে, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। নির্বাচনের সময় সেখানে বাড়তি ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট নির্বাচন কমিশনের ৩৫তম সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিরোধিতা করে নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়ে সভা বর্জন করেন পাঁচ কমিশনারের একজন মাহবুব তালুকদার।

এরপরই কমিশনারদের মধ্যে মতবিরোধের বিষয়টি প্রকাশ্যে আসে। ৩৫তম সভার প্রায় দেড় মাস পর ৩৬তম সভা ১৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রস্তাব উপস্থাপনের সুযোগ না দেওয়ার অভিযোগে নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেন কমিশনার মাহবুব তালুকদার।

পরে মাহবুব তালুকদার অভিযোগ করেন, কমিশন সভায় তাকে প্রস্তাব উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি। তার বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ অক্টোবর ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়