ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সমাজের সব ক্ষেত্রে সুশাসন দরকার

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৩, ২০ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমাজের সব ক্ষেত্রে সুশাসন দরকার

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ বলেছেন, সমাজের সব ক্ষেত্রে সুশাসন দরকার। সেটা হতে হবে পরিবার থেকেই। পরিবার থেকে শিশুদের গুরুত্ব দিতে হবে।

শনিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে সেভ দ্যা চিলড্রেন আয়োজিত শিশুর জীবনমান উন্নয়নে 'শিশুবান্ধব স্থানীয় সুশাসন' প্রকল্প প্রভাব শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, শিশুদের শিক্ষায় আমাদের সার্বিকভাবেই গুরুত্ব দিতে হবে। পরিবার থেকে তাদের গুরুত্ব না দেওয়া হলে সমাজকে কোনোভাবেই এগিয়ে নেওয়া সম্ভব না। শিশুদের কেউ যেন নিজেদের স্বার্থে ব্যবহার না করতে পারে সেদিকটাতে নজর দেওয়া জরুরি হয়ে পড়েছে।

দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক নিখিল রঞ্জন রায়, সেভ দ্যা চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. শামীম জাহান, ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভার্নমেন্টের ডিরেক্টর জেনারেল তপন কুমার কর্মকার প্রমুখ।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা /২০ অক্টোবর ২০১৮/মেহেদী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়