ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার নয় : কমিশনার

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার নয় : কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ সদস্যদের নিজের নিরাপত্তার স্বার্থে রায়ট গিয়ার (হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, লেগগার্ড) ছাড়া কোনো অবস্থাতেই দায়িত্ব পালন করা যাবে না। একই সঙ্গে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ডিএমপির সদর দপ্তরে আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আরো বলেন, ‘আগের তুলনায় আর্থিক অনুদানের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে ডিএমপিতে। কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যদের চিকিৎসার ভার আমাদের। কর্তব্য পালনকালে কেউ আহত হলে তার উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা- এসব বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।’

পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘দেশের মানুষকে ভালবাসবে, দেশের মানুষের জন্য কাজ করবে। তবে মনে রাখতে হবে, নিজের জীবনের নিরাপত্তা। এ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

ডিএমপির ট্রাফিক কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ১১তম সভায় ৬১ জন আহত পুলিশ সদস্যকে ২০ লাখ ৭০ হাজার টাকা এবং প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে নিহত দুজনকে ৫ লাখ টাকা করে ও গুরুতর আহত ২ জনকে ১ লাখ টাকা করে থোক অনুদান দেওয়া হয়।



রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়