ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার আট ইউনিটের ফল প্রকাশ

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ১২ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষার আট ইউনিটের ফল প্রকাশ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আটটি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে একইসাথে এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ ইউনিটের ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১১ থেকে ১২ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নয়টি ইউনিটে ১ লাখ ৩ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ বছর আটটি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ৩,২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  www.bsmrstu.edu.bd তে জানা যাবে।

 

 

 

 

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১২ নভেম্বর ২০১৮/বাদল সাহা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়