ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রঙিন পোশাকের প্রস্তুতি শুরু বুধবার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রঙিন পোশাকের প্রস্তুতি শুরু বুধবার

ক্রীড়া প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে ৯ ডিসেম্বর, রোববার।

টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই দল এখন খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ। ৯ ও ১১ ডিসেম্বর প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। ১৪ ডিসেম্বর শেষ ওয়ানডে সিলেটে।

ওয়ানডে সিরিজে সফরকারীদের আতিথেয়তা দিতে বুধবার থেকে প্রস্তুতিতে নামবে বাংলাদেশ দল। সাথে থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের অংশ নেওয়া বিসিবি একাদশের ক্রিকেটাররা। সকাল ৯টায় ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করবেন। দুপুর ১২টা পর্যন্ত চলবে প্রস্তুতি।

আড়াই দিনে টেস্ট জয়ের পর দুদিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। যার যার মতো করে ঘুরে বেড়িয়েছেন দুদিন। সাকিব নিজের বাসায় বিকেএসপির বন্ধুদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করেছিলেন। বেশিরভাগ ক্রিকেটাররাই পরিবারকে সময় দিয়েছেন।



মাশরাফি নিজের মতো করে অনুশীলন শুরু করেছেন। তামিমও তাই। ইনজুরি থেকে ফিরে এসেছেন তামিম। মাশরাফি দীর্ঘদিন খেলার ভেতরে নেই। দুজনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ পাচ্ছেন আগামীকাল।



রাইজিংবিডি/ঢাকা/৪ ডিসেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়