ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বৈধতা পেল বিএনপির ৪০ প্রার্থীর মনোনয়নপত্র

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৈধতা পেল বিএনপির ৪০ প্রার্থীর মনোনয়নপত্র

নিজস্ব প্রতিবেদক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিলের শুনানির প্রথম দিনে বিএনপির ৪০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ এই ৪০ প্রার্থীর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর বাধা রইল না।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম দিন প্রার্থিতা ফিরে পাওয়া বিএনপির উল্লেখযোগ্য প্রার্থীরা হচ্ছেন : বগুড়া-৭ আসনে মোর্শেদ মিল্টন, ঢাকা-২০ আসনে মো. তমিজ উদ্দিন, কিশোরগঞ্জ-২ আসনে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনি, ঝিনাইদহ-২ আসনে আব্দুল মজিদ, ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক প্রমুখ।

এদিকে, বিএনপির মনোনীত প্রার্থী নাটোর-২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।

গত তিন দিনে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৫৪৩টি আপিল জমা পড়ে। প্রথম দিন ৩ ডিসেম্বর ৮৪টি, দ্বিতীয় দিন ৪ ডিসেম্বর ২৩৭টি এবং শেষ দিন গতকাল বুধবার ২২২টি আপিল জমা পড়ে।

আপিলের শুনানি উপলক্ষে নির্বাচন ভবনের ১১ তলায় ট্রায়াল রুম তৈরি করেছে ইসি।

সূত্র জানায়, বৃহস্পতিবার প্রথম দিন ১ থেকে ১৬০ নম্বর আপিলের শুনানি হয়েছে। দ্বিতীয় দিন শুক্রবার ১৬১ থেকে ৩১০ এবং তৃতীয় দিন শনিবার ৩১১ থেকে ৫৪৩ নম্বর আপিলের শুনানি হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর নানা কারণে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। এদের মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছেন।

উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ হবে ৩০ ডিসেম্বর।



রাইজিংবিডি/ঢাকা/৬ ডিসেম্বর ২০১৮/হাসিবুল/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়