ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১০ গোল করে শেষ ষোলোতে রিয়াল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ গোল করে শেষ ষোলোতে রিয়াল

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ কোপা ডেল রের শেষ ৩২ এর প্রথম লেগে তৃতীয় সারির দল মেলিলার বিপক্ষে ৪-০ গোলে জিতেছিল রিয়াল। ফিরতি লেগে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে রিয়াল জিতেছে ৬-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে মেলিলাকে ১০-১ ব্যবধানে হারিয়ে কোপা ডেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তিয়াগো সোলারির দল।

বৃহস্পতিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে ৩টি গোল করে রিয়াল। দ্বিতীয়ার্ধে করে আরো ৩টি গোল। অবশ্য শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় মেলিলা। প্রথমার্ধে তিন মিনিটের ব্যবধানে (৩৩-৩৫ মিনিট) মার্কো আসেনসিও জোড়া গোল করেন। আর ৩৯ মিনিটে অভিষিক্ত জাভি সানচেজ স্কোরশিটে নিজের নাম লেখান।

বিরতির পর ৪৭ মিনিটে ইসকো গোল করে রিয়ালকে এগিয়ে নেন ৪-০ ব্যবধানে। ৭৫ মিনিটে রিয়ালের ব্রাজিলিয়ান তরুণ তুর্কি ভিনিসিয়াস জুনিয়র গোল পেলে ব্যবধান হয় ৫-০। ভিনিসিয়াসের এটা ছিল প্রথম সিনিয়র গোল। ৮৩ মিনিটে ইসকো তার জোড়া গোল পূর্ণ করলে রিয়ালের লিড হয় ৬-০। অবশ্য ৮৫ মিনিটে পেনাল্টি থেকে মেলিলার ইয়াসিনে কোয়াসমি একটি গোল শোধ দেন। কিন্তু সেটা কেবল ব্যবধানই কমিয়েছে।

স্প্যানিশ লা লিগায় শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে সান্তিয়াগো সোলারি যে একাদশ নামিয়েছিলেন সেটাতে দশ পরিবর্তন এনে মেলিলার বিপক্ষে বৃহস্পতিবার নামিয়েছিলেন। অবশ্য এই দশ পরিবর্তনের ম্যাচেও স্পেনের ৪ জন ফুটবলার ছিলেন। তার আমলে ইসকো প্রথম জোড়া গোল করেছেন। গোলপোস্টের নিচে দাঁড়িয়েছিলেন কেইলর নাভাস।



রাইজিংবিডি/ঢাকা/৭ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়