ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন শ্রমিক এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চর সমন্বয়কারী আবুল হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ সমন্বয়কারী মাহাতাব উদ্দিন সহিদ।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।

বিবৃতিতে বলা হয়, ঘোষিত মজুরি নিয়ে কোনো প্রকার শ্রমিক অসন্তোষ দেখা দিলে তা শক্তি প্রয়োগ করে সমাধান করা যাবে না বরং আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

দেশে এখন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উৎসবের আমেজ বিরাজ করছে। এই সময়ে শ্রমিক অসন্তোষ কাঙ্খিত নয়। কোন বিষয়ে কোন আপত্তি থাকলে তা মালিক পক্ষের সাথে আলোচনা করে সমাধানের অনুরোধ জানান হয় বিবৃতিতে।

এছাড়া রাজনৈতিক ফায়দা লুটার গুটি হিসেবে শ্রমিক আন্দোলনকে যেন কেউ ব্যবহার করতে না পারে সে ব্যাপারে শ্রমিকদেরকে সতর্ক থাকাসহ একই সাথে প্রশাসনকেও ধৈর্য্য ধারণ এবং শ্রম অসন্তোষে শক্তি প্রয়োগ করা করা হলে শ্রম অসন্তোষ বাড়া ছাড়া কমবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়।




রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়