ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চার বছরের খরা ঘোচাতে মরিয়া উইন্ডিজ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৩ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চার বছরের খরা ঘোচাতে মরিয়া উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে সিরিজ জয়ের স্বাদটাই হয়তো ভুলে গেছে ওয়েস্ট ইন্ডিজ! যাওয়ারই কথা। চার বছরেরও বেশি সময় ধরে যে ওয়ানডে সিরিজ জেতে না ক্যারিবীয়রা। দীর্ঘ সেই খরা বাংলাদেশে ঘোচাতে চায় প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

২০১৪ সালের আগস্টে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশকে। তাদের সবশেষ ওয়ানডে সিরিজ জয় সেটিই। পরের চার বছরে তারা ১২টি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে ১১টিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে। গত বছর আফগানিস্তানের সঙ্গে সিরিজটা শুধু হারেনি। তিন ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজটা ১-১-এ ড্র হয়।

গত জুলাই-আগস্টে দেশের মাটিতে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে ওয়েস্ট ইন্ডিজ। এবার বাংলাদেশে এসে প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ বাঁচিয়ে রাখে তারা। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচটা নির্ধারণ করে দেবে সিরিজ।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল জানালেন, সিরিজ জিততে তারা কতটা ব্যাকুল, ‘এটা এখন সবার মুখে মুখে। ওয়েস্ট ইন্ডিজ অনেক দিন ধরে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি। আর সেটা পরিবর্তন আনার এটা দারুণ একটা সুযোগ। আগামীকাল তা করতে ছেলেরা উজ্জীবিত ও আত্মবিশ্বাসী।’

আর সেটা করতে তিন বিভাগেই উন্নতি চান ক্যারিবীয় অধিনায়ক, ‘আমাদের তিন বিভাগ নিয়েই কাজ করতে হবে। একটা ম্যাচ জিতেছি বলে যে আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করছি তা ভাবার কারণ নেই। আমাদের এখনো বোলিং ও ফিল্ডিং নিয়ে অনেক কাজ করতে হবে।’

দ্বিতীয় ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজকে অনেকটা একাই জিতিয়েছেন শাই হোপ। এবার সতীর্থদের ব্যাটিং ইউনিট হিসেবে এগিয়ে আসার তাগিদ দিলেন পাওয়েল, ‘এটা ভালো যে হোপ সিরিজে সমতা এনেছে। আমরা প্রত্যেক ব্যাটসম্যানের দিকে তাকিয়ে আছি। দলগত প্রচেষ্টা থাকতে হবে। আমাদের ব্যাটিং ইউনিট হিসেবে এগিয়ে আসতে হবে।,



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়