ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আইজিপিকে হামলার তথ্য দেবেন ড. কামাল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ১৪ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইজিপিকে হামলার তথ্য দেবেন ড. কামাল

জ্যেষ্ঠ প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হওয়া ড. কামাল হোসেন ওই ঘটনার তথ্য জানিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেবেন।

শুক্রবার বিকেলে রাজধানীর পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

ড. কামাল হোসেন বলেন, ‘আইজিপি সাহেব, আপনাকে আমি লিখিতভাবে চিঠি পাঠাব। আপনার পুলিশদের বিষয়ে যা শুনছি, তাতে আমি উদ্বিগ্ন। আপনার বিষয়ে আমার ভালো ধারণা ছিল। আমি আপনাকে আজকের ঘটনার তথ্য দেব। ধারণা করছি, যে তথ্য দেব, আপনি আপনার বিশ্বস্ত লোক দিয়ে সেগুলো তদন্ত করবেন। কথা দিচ্ছি, সব ধরনের সাহায্য করব।’

শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা হয়। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

আওয়ামী লীগ নেতা আসলামুল হকের সমর্থকরা ও কমিশনার টিপুর নেতৃত্বে গাড়িবহরে হামলা চালানো হয়, এ অভিযোগ করে ড. কামাল হোসেন বলেন, ‘হামলায় আমার, আ স ম আব্দুর রবের, জগলুল হায়দার আফ্রিকেরসহ ৭-৮টি গাড়িতে ভাঙচুর চালায়। হামলায় আব্দুর রবের গাড়ির চালকসহ ২৫-৩০ জন গুরুতর আহত হন।’

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, প্রতীক বরাদ্দের পর থেকে আওয়ামী লীগ পুলিশের সহায়তায় প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী-নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার, প্রচারণায় বাধা, ভাঙচুরের মাধ্যমে সারা দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে, যা একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অন্তরায়। চারদিকে শুধু অ্যারেস্ট, অ্যারেস্ট আর অ্যারেস্ট। আমরা জানতে চাই, কার আদেশে এগুলো করা হচ্ছে। আমরা প্রতিটা অ্যারেস্টের কাগজ চাই।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়