ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিজয় দিবসে হাতিরঝিলে নৌকা বাইচ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজয় দিবসে হাতিরঝিলে নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসে রাজধানীর হাতিরঝিলে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে।

বাংলাদেশ রোয়িং ফেডারেশনের আয়োজনে রোববার বিকেলে রাজধানীর হাতিরঝিলে এ নৌকা বাইচ হয়। হাতিরঝিল লেকপাড়ে উৎসুক দর্শনার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

এবারের আসরে শুধু পুরুষদের নৌকা বাইচ হয়।  নৌকা বাইচে অংশ নেওয়া ক্লাবগুলো হলো- শাহীনবাগ রোয়িং ক্লাব, নারায়ণগঞ্জ রোয়িং ক্লাব, আলীনগর রোয়িং ক্লাব, মোহনপুর রোয়িং ক্লাব, উত্তরখান রোয়িং ক্লাব, নিউ গাজী রোয়িং ক্লাব, বরিশাল রোয়িং ক্লাব, ইউনিভার্সাল রোয়িং ক্লাব।

প্রতিযোগিতা শেষে বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করন ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী মো. খোরশেদ আলম।



বিজয় দিবস উদযাপন ও গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ উপভোগ করতে বিকেল থেকেই বিনোদনপ্রেমীরা হাতিরঝিলে উপস্থিত হন। প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত  ছিল বাদক দল।

এছাড়া, সন্ধ্যায় মানুষের ঢল নেমেছিল হাতিরঝিলে। অনেক উৎসবমুখর ছিল বিজয় দিবসের এই দিন।

২০০৭ সালের জুলাইয়ে হাতিরঝিল প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু করে রাজউক, ঢাকা ওয়াসা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০১৫ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। চতুর্থবারের মতো ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয় হাতিরঝিল প্রকল্পের। চারটি সংস্থা যৌথভাবে বৃহৎ এ প্রকল্পটি বাস্তবায়ন করে।  সংস্থাগুলো হলো- রাজউক, এলজিইডি, ঢাকা ওয়াসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন (এসডব্লিউও)।



রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়