ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিশু সাদমান হত্যার রহস্য উন্মোচন

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিশু সাদমান হত্যার রহস্য উন্মোচন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে শিশু সাদমান ইকবাল রাকিন হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। এ ঘটনায় করা মামলার মূল আসামি পারভেজ শিকদার ও তার সহযোগী মো. ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে র‌্যাব-১ থেকে জানানো হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থেকে আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে সাদমান হত্যার কথা তারা স্বীকার করে। একই সঙ্গে তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে এ ঘটনার সবকিছু বেরিয়ে এসেছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, অপহরণের দিন ফয়সাল পূর্বপরিকল্পনা অনুযায়ী সাদমানকে খেলার ফাঁকে পাখির বাসা দেখানোর কথা বলে বাঁশঝাড়ের আড়ালে যেতে বলে। কেউ যেন সন্দেহ না করে এজন্য কিছু সময় পর পারভেজ ও ফয়সাল গোপনে ওই স্থানে নিয়ে যায় সাদমানকে। তারা সাদমানকে বাঁশঝাড়ের আরো গভীরে নিয়ে যায় এবং পূর্বপরিকল্পনা অনুযায়ী জঙ্গলের ভেতর শিশুটিকে আটকে রাখার চেষ্টা করে। ফয়সাল সাদমানকে মাটিতে ফেলে গলা টিপে ধরে। পরে পারভেজ তার শরীরের ওপর বসে দুজন একত্রে গলা টিপে নৃশংসভাবে হত্যা করে।

গত ৫ ডিসেম্বর শ্রীপুর থানার ফাউগান গ্রামের সৈয়দ শামীম ইকবালের ছেলে শিশু সাদমান ইকবাল রাকিনকে (১০) অপহরণ করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়