ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাড়ি ফেরার তাড়নায় ভালো খেলছে উইন্ডিজ!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাড়ি ফেরার তাড়নায় ভালো খেলছে উইন্ডিজ!

ক্রীড়া প্রতিবেদক : লম্বা সফরে আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সেপ্টেম্বরে ভারত সফরে আসে তারা। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট, পাঁচ ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলে সেখান থেকেই বাংলাদেশে আসে। এরপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে। আজ সোমবার থেকে শুরু হয়েছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজের শুরুটা দুর্দান্ত করেছে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হার মানা ওয়েস্ট ইন্ডিজ হঠাৎ এমন দুর্দান্ত পারফরম্যান্স করছে। রহস্য কী?

ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ শেলডন কটরেল জানিয়েছেন পেছনের রহস্য, ‘আসলে এটা ভিন্ন ফরম্যাট এবং সবাই বাড়ি ফিরতে উদগ্রিব। বাড়ি ফেরার সময়টা খুব সন্নিকটে। সুতরাং আমরা আমাদের সেরা খেলাটা খেলছি। ভালো কিছু স্মৃতি নিয়ে যাতে বাড়ি ফিরতে পারি। আমরা আবার একত্রিত হয়েছি, দলগতভাবে ভালো খেলতে শুরু করেছি। আর আমার জন্য এটা আসলে অন্যান্য দিনের ক্রিকেটের মতোই ছিল।’

ওয়ানডেতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছিলেন শাই হোপ। হয়েছিলেন সিরিজ সেরা। টি-টোয়েন্টিতেও তার ধারাবাহিকতা ধরে রেখেছেন। আজ ব্যাট হাতে ২৩৯.১৩ স্ট্রাইক রেটে মাত্র ২৩ বলে ৩ চার ও ৬ ছক্কায় ৫৫ রান করেছেন। তবে হোপের ব্যাটিংয়ে বিস্মিত হননি কটরেল, ‘আসলে তার ব্যাটিং মোটেও বিস্ময়কর ছিল না। সে বর্তমানে ফর্মে আছে। ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বর্তমানে সে অষ্টম স্থানে আছে। আসলে আমি বলতে চাচ্ছি যখন একজন ব্যাটসম্যান ফর্মে থাকে তখন তার কাছ থেকে এমন পারফরম্যান্স আসতেই পারে। সেটারই উদাহরণ এটা।’

প্রথম ম্যাচের মোমেন্টাম পরবর্তী দুই ম্যাচেও নিয়ে যেতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জিতে সফর শেষ করতে চায় তারা। কটরেল বলেন, ‘অবশ্যই সিরিজ জিততে চাই। এই ম্যাচের মোমেন্টাম আমরা পরবর্তী দুই ম্যাচে নিয়ে যেতে চাই এবং সিরিজ জিতে সফর শেষ করতে চাই। ড্রেসিং রুমে আমরা তেমন কিছু নিয়েই কথা বলেছি। কিছু ম্যাচ জিতে ভালো মুডে বাড়ি ফিরতে চাই। পরবর্তী দুটি ম্যাচের প্লাটফর্ম হল এই ম্যাচটি।’

সিরিজের পরবর্তী দুটি ম্যাচ ২০ ও ২২ ডিসেম্বর ঢাকায়।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়