ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার না করার দাবি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার না করার দাবি

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার না করার দাবি জানিয়েছে ‘শিশুদের জন্য ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন, বিগত বেশ কয়েকটি নির্বাচনী প্রচারে ও নির্বাচনের কাজে শিশুদের ব্যবহার করার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নির্বাচনী প্রচারে শিশুদের ব্যবহার না করার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের কাছে আমরা দাবি জানাচ্ছি।

মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো-নির্বাচনী প্রচার ও সমাবেশে শিশুদের ব্যবহার করা যাবে না। নির্বাচনী পোস্টারিং, মাইকিং ও প্রচারপত্র বিলির কাজে শিশুদের ব্যবহার করা যাবে না। নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী সজীব খান, সমন্বয়কারী শেখ মেহেদী হাসান নয়ন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ কাননসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়