ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটে আতশবাজি নয়’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটে আতশবাজি নয়’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসব বড়দিন ও থার্টিফার্স্ট নাইটকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। আতশবাজি পরিপূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ডিএমপির সদর দপ্তরে বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘বড়দিনের অনুষ্ঠান নিরাপদে করতে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা দেবে। সরকারি নীতি অনুযায়ী সব ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। উৎসব দুটি ঘিরে পরিকল্পনা অনুযায়ী যার যার অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে দায়িত্ব পালন করতে হবে। কোনো অনুষ্ঠানস্থলে অপরিচিত ও সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখলে পুলিশকে জানাতে হবে। প্রত্যেকটি চার্চে পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবে।’

নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রতিটি চার্চে আর্চওয়ে থাকবে। আর্চওয়ে দিয়ে দর্শনার্থীকে চার্চে ঢুকতে হবে। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে আগতদের। অনুষ্ঠানস্থল ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। এছাড়া, চার্চ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে। আতশবাজি পরিপূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। চার্চ এলাকায় কোনো ভাসমান দোকান বা হকার থাকতে দেওয়া হবে না।’

সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ সরকারের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়