ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় কোনো বাধা দেওয়া হচ্ছে না। বিনা ওয়ারেন্টে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা-১২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। এটা ঠিক না। আমি স্পষ্টভাবে বলছি, শুধু তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে, যাদের নামে ওয়ারেন্ট আছে। যারা ২০১৩-২০১৪ সালে মানুষ পুড়িয়ে মেরেছে, তারা পোস্টার লাগায় না। যে কারণে তাদের পোস্টার কোথাও দেখি না। এক্ষেত্রে সরকারের করার কী আছে?’

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রচারণায় কাউকে বাধা দেওয়া হচ্ছে না। সবাই নিজেদের মতো প্রচার চালাচ্ছে। বিএনপির অভিযোগ সত্য নয়। তারপরও সুনির্দিষ্ট অভিযোগ পেলে সেভাবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়