ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ভারতীয় সেনাবাহিনীতে সমকামীদের জায়গা নেই’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভারতীয় সেনাবাহিনীতে সমকামীদের জায়গা নেই’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীতে সমকামীদের জায়গা নেই বলে সাফ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গত বছরের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ সমকামিতাকে আইনসিদ্ধ ঘোষণা করে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার যে অংশ সমকামিতাকে অপরাধ বলে ব্যাখ্যা করত, সেটি বাতিল করে সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার সেনাপ্রধানকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভারতীয় সেনারা অত্যন্ত রক্ষণশীল। তাই সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না।’

তিনি জানান, সমকামিতা নিয়ে ভারতীয় সেনাবাহিনী তার নিজস্ব বোঝাপড়ার ভিত্তিতেই আগামী দিনে কাজ করবে এবং সেই বোঝাপড়ায় সমকামিতার কোনও জায়গা নেই।

বিপিন রাওয়াত বলেন, ‘সেনাবাহিনীতে এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া যাবে না। আমরা দেশের আইনের বাইরে নই। কিন্তু সেনাবাহিনীতে যোগ দিলে কিছু বিষয়ে অন্যদের চেয়ে আলাদা হয়েই থাকে।’



রাইজিংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়