ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ডি ভিলিয়ার্সের ‘জাদুর’ আশায় নেই রংপুর

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডি ভিলিয়ার্সের ‘জাদুর’ আশায় নেই রংপুর

এবি ডি ভিলিয়ার্স

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে : প্রথমবারের মতো বিপিএল মাতাতে সিলেটে পৌঁছেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার রংপুর রাইডার্সের হয়ে সিলেট সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল অভিষেক হবে টি-টোয়েন্টি ফেরি করে বেড়ানো এই ক্রিকেটারের।

বিপিএলের ষষ্ঠ আসরে খুব স্বাচ্ছন্দ্যে নেই রংপুর রাইডার্স। প্রথম ছয় ম্যাচে মাত্র দুই জয়। এর মধ্যে শেষ তিন ম্যাচে টানা তিন হার। বোলিংয়ে ভালো করলেও ক্রিস গেইল, অ্যালেক্স হেলস ও রাইলি রুশোদের নিয়েও ব্যাটিং যাচ্ছেতাই রংপুরের। দলের এমন অবস্থায় হাজির ডি ভিলিয়ার্স। তাকে নিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে চায় রংপুর। তবে ডি ভিলিয়ার্সের ওপর চাপ বর্তাতে নারাজ কোচ টম মুডি।

সিলেটে আজ দলের অনুশীলনের পর মুডি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি মনে করি এবি ডি ভিলিয়ার্স আমাদের দলের শক্তি আরো বাড়িয়ে দিল। কিন্তু তার জাদুর আশায় থাকা হবে বোকামি। ও একা ব্যবধান গড়ে দেবে, এমন ভাবনা থাকা বোকামি। আমরা সবাই জানি ও আমাদের শক্তি বাড়িয়েছে। কিন্তু আমাদেরকে দলগত পারফর্ম করতে হবে। আরো প্রতিভাবান ক্রিকেটার যারা আছে, তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। একা কোনো ক্রিকেটার বড় কোনো পরিবর্তন করতে পারে না। আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা খুশি যে আমরা বিশ্বসেরা একজন খেলোয়াড়কে পেয়েছি।’

প্রোটিয়া ক্রিকেটারের উপস্থিতি ড্রেসিংরুমে পরিবর্তন আনবে বলে বিশ্বাস মুডির, ‘আমি আগেও বলেছি এবির উপস্থিতি বাড়তি শক্তি বাড়াবে। কিন্তু আমরা শুধুমাত্র একজন ক্রিকেটারের ওপর নির্ভর হতে পারি না। আমাদেরও তার কন্ডিশন বুঝতে হবে। তবে ওর উপস্থিতিতে অন্যরা চাঙ্গা হবে বলে বিশ্বাস করি। ড্রেসিংরুমে ওর উপস্থিতি দলের অন্যদের পারফরম্যান্স করতে উদ্বুদ্ধ করবে। ব্যক্তিগত পারফরম্যান্স খুবই জরুরি। আমাদেরকে শুধুমাত্র ব্যাটিং ভালো করলেই হবে না। বোলিং এবং ফিল্ডিং ভালো করতে হবে।’



রাইজিংবিডি/সিলেট/১৭ জানুয়ারি ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়