ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৫, ১৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ রাজধানীর যেসব সড়ক বন্ধ

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অর্জিত বিজয় উদযাপনে আজ ‘বিজয় উৎসব’ করবে আওয়ামী লীগ।

শনিবার দুপুর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দলের এ কর্মসূচি ঘিরে কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে ঢাকা মহানগর পুলিশ।

কর্মসূচির নিরাপত্তার স্বার্থে, শাহবাগ থেকে মৎসভবন পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। সেই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এ ছাড়া ভোর থেকে শুরু করে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহাবাগ, কাটাবন, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব ও মিন্টো রোড মোড় থেকে গাড়ি ডাইভারশন দেওয়ার প্রয়োজন হতে পারে।




রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়