ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জিরো সিনেমার ব্যর্থতা নিয়ে পরিচালকের বক্তব্য

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিরো সিনেমার ব্যর্থতা নিয়ে পরিচালকের বক্তব্য

আনন্দ এল রাই, ক্যাটরিনা কাইফ, শাহরুখ খান ও আনুশকা শর্মা (বাঁ থেকে)

বিনোদন ডেস্ক : শাহরুখ খান, আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ অভিনীত গত বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা জিরো। শুরু থেকেই সিনেমাটি নিয়ে ছিল আলোচনা। দর্শকের মধ্যেও ছিল বেশ কৌতূহল। কিন্তু মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে জিরো

সিনেমাটির ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে পরিচালক আনন্দ এল রাই ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘বলব না আমি হতাশ হয়েছি। কী ভুল ছিল সেটি আমাকে বুঝতে হবে। গল্প আমি বলতে চেয়েছি, তাই সিনেমাটি তৈরি করেছি। রানঝানা, তানু ওয়েডস মানু ও এর সিক্যুয়েল তৈরির পর জিরো সিনেমাটি তৈরি করা আমার জন্য জরুরি ছিল। ঠিকভাবে শুরু করার পর শেষটা ভালোভাবে করতে পারিনি। এটা আমার জন্য একটি শিক্ষা। পরিচালক হিসেবে এটা আমাকে আরো পরিণত হতে সাহায্য করবে। আমি এক্সপেরিমেন্ট করতে ও ঝুঁকি নিতে ভয় পাই না।’

গত ২১ ডিসেম্বর ভারতে ৪ হাজার ৩৮০ ও ভারতের বাইরে ১ হাজার ৫৮৫টি পর্দায় মুক্তি পায় জিরো। মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সিনেমাটি প্রথম দিন আয় করে ২০.১৪ কোটি রুপি। প্রথম সপ্তাহ শেষে জিরো সিনেমাটির আয় দাঁড়ায় ৯১.৩১ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের দেয়া তথ্যমতে, শেষ পর্যন্ত বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১৭২.৬৪ কোটি রুপি।

জিরো সিনেমাটিতে একজন খর্বাকৃতি ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার চরিত্রের নাম বাউয়া সিং। সেরেব্রাল পালসি রোগে আক্রান্ত আফিয়া নামের এক নারীর চরিত্রে অভিনয় করেছেন আনুশকা। অন্যদিকে ক্যাটরিনাকে দেখা গেছে ফিল্ম সুপারস্টার ববিতা কুমারী চরিত্রে। জব তক হ্যায় জান সিনেমার পর আবারো একসঙ্গে অভিনয় করেছেন এই তিনজন। রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও কালার ইয়োলো প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন গৌরী খান।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৯/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়