ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মিরাজের জন্য নিউজিল্যান্ড বড় চ্যালেঞ্জ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিরাজের জন্য নিউজিল্যান্ড বড় চ্যালেঞ্জ

ক্রীড়া প্রতিবেদক : ভারতীয় উপমহাদেশের উইকেট মানেই স্পিনারদের জন্য স্বর্গরাজ্য। উপমহাদেশের বাইরে গেলেই ঠিক উল্টোটা। সেখানে দাপট দেখান পেসাররা। বাংলাদেশের নিউজিল্যান্ড সফরটাকে তাই নিজের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলতে আজ প্রথম দফায় নিউজিল্যান্ড উড়াল দিয়েছেন মিরাজসহ আট ক্রিকেটার। সফরটা তার নিজের জন্য চ্যালেঞ্জের হলেও যতটা সম্ভব অবদান রেখে পেসারদের সহায়তা করতে চান মিরাজ।

নিউজিল্যান্ড উড়াল দেওয়ার আগে মিরাজ বলেছেন, ‘আমার জন্য বড় চ্যালেঞ্জ। উপমহাদেশে স্পিনাররা ভালো করে, এর বাইরে গেলে স্পিনারদের ওইরকম ভূমিকা থাকে না। এটা আমাদের নিজেদের সাথে নিজেদের একটা চ্যালেঞ্জ। আমরা স্পিনাররা যদি ভালো করতে পারি, ডমিনেট করতে পারি, তাহলে দল আররো বেশি সাহায্য পাবে। আমরা স্পিনাররা পেসারদের যদি সাপোর্ট করি, তাহলে বোলারদের কাজটা সহজ হবে। আমরা দিন শেষে দল হয়ে খেলব, চেষ্টা থাকবে ভালো কিছু করার।’

টি-টোয়েন্টির বিপিএল খেলেই নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে নামতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। প্রস্তুতিরও তেমন সুযোগ তারা পাচ্ছেন না। ৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনালের পরদিন নিউজিল্যান্ড উড়াল দেবেন দলের বাকিরা। নেপিয়ারে প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি। যত দ্রত সম্ভব নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন বলে জানালেন মিরাজ। আর বিপিএলের টি-টোয়েন্টির অভিজ্ঞতা নিউজিল্যান্ডে ওয়ানডেতে কাজে লাগাতে চান তারা।

‘প্রতিদিন যত খেলব তত আসলে অভিজ্ঞতা বাড়বে, তত মাথা খুলবে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিউজিল্যান্ড যাচ্ছি। টি-টোয়েন্টিতে কীভাবে রান রেট বাড়াতে হয়, ঝুঁকি নিতে হয়, এগুলো ওয়ানডে ফরম্যাটে আমাদের কাজে লাগবে। যেমন শেষের দিকে ছয়-সাত করে রান লাগলে কীভাবে রানটা করতে হবে। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে শেখার আছে। আমি চেষ্টা করব ওইভাবে খেলার জন্য ভালো করার জন্য।’

‘আমরা বেশ কয়েকজন আগে যাচ্ছি। আমরা অনুশীলন করতে পারব আশা করি। আমরা নিউজিল্যান্ডে এর আগেও গিয়েছিলাম। কন্ডিশন সম্পর্কে আমার একটু ধারণা আছে। যত দ্রুত মানিয়ে নিয়ে ভালো করা যায়, সেই চেষ্টা করব। আমরা এখন যারাই যাচ্ছি আগে থেকে আমাদের প্রস্তুতিটা যেন ভালো থাকে, মানিয়ে নিতে পারি।’




রাইজিংবিডি/ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়