ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিদ্যুৎ উৎপাদন ২০০০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে : স্পিকার

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎ উৎপাদন ২০০০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারাবদ্ধ। ২০০৯ সালে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৩ হাজার ৫০০ মেগাওয়াট। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।

মঙ্গলবার সংসদ কার্যালয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মনোয়ার ইসলাম সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন স্পিকার।

সাক্ষাৎকালে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য রহমান মুর্শেদ, মাহমুদউল হক ভূইয়া, মো. আবদুল আজিজ খান, মো. মিজানুর রহমান ও কমিশনের সচিব রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় তারা ২০১৭-১৮ সালের এনার্জি রেগুলেটরি কমিশনের বার্ষিক প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর করেন। তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের কার্যাবলীর প্রশংসা করে গ্রাহক সন্তুষ্টি অর্জনে আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

চেয়ারম্যান এ সময়ে কমিশনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়