ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইফাদের অধিবেশনে যোগ দিতে রোমে পৌঁছেছেন অর্থমন্ত্রী

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইফাদের অধিবেশনে যোগ দিতে রোমে পৌঁছেছেন অর্থমন্ত্রী

বিশেষ প্রতিবেদক : আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) গভর্নিং কাউন্সিলের ৪২তম অধিবেশনে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল। আগামী ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি এ অধিবেশন হবে।



অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী ইতালি পৌঁছানোর পর সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা অর্থমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এছাড়া, ইতালি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরাও অর্থমন্ত্রীকে বিমানবন্দরে এবং হোটেলে স্বাগত জানান।



অর্থমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে ১৩ ফেব্রুয়ারি রোমে তিনটি আন্তর্জাতিক সংস্থা- আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য সংস্থার  প্রধানদের সঙ্গে পৃথক বৈঠক। এছাড়া, অর্থমন্ত্রী ১৩ ফেব্রুয়ারির সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে একটি আলোচনা সভায় অংশ নেবেন।

আগামী ১৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৯/হাসনাত/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়