ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপিতে নতুন নেতৃত্ব আনার দাবি

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপিতে নতুন নেতৃত্ব আনার দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে কর্মীদের তোপের মুখে পড়েছেন দলটির নেতারা। অনুষ্ঠানে নেতারা যখনই বক্তব্য রেখেছেন, তখনই দর্শক সারি থেকে কর্মীরা দলটির বর্তমান নেতৃত্ব ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব আনার দাবি করেছেন। একই সঙ্গে আন্দোলনের ডাক দিতে নেতাদের প্রতি আহ্বান জানান তারা।

বুধবার বিকেলে রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এছাড়া উচ্চ পর্যায়ের আর কোনো নেতাকেই অনুষ্ঠানে দেখা যায়নি। মঞ্চের বেশ কয়েকটি চেয়ারও ফাঁকা দেখা গেছে। 

বিএনপির কোনো অনুষ্ঠানে বরাবরই হলের ভেতরের চেয়ে বাইরে লোক সমাগম থাকে অনেক বেশি। বুধবারের এই আলোচনা সভায় মিলনায়তনের বাইরে নেতাকর্মীদের পদচারনা তো দেখা যায়নি, ভেতরে অনেক চেয়ার ছিলো ফাঁকা। এ নিয়েও প্রশ্ন তোলেন দর্শক সারিতে থাকা নেতাকর্মীরা। তারা অনেকে চিৎকার করে বলেন, ‘মঞ্চ খালি কেন? হলের চেয়ার ফাঁকা কেন?’

নেতাকর্মীদের ধৈর্য্য ধারন করার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংগঠন পুনর্গঠনের আশ্বাস দেন। সংগঠন গুছিয়ে আন্দোলন হবে জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ক্ষোভ আমি বুঝি। ধৈর্য্য ধরুন, কর্মসূচি আসবে। সংগঠন পুনর্গঠন হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সংগ্রামের জন্য সংগঠনকে সুসংগঠিত করতে হবে। পরিকল্পিতভাবে এই সরকারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। কখনোই মনোবল হারাবেন না, হতাশ হবেন না।’

মওদুদ আহমদ বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো নির্বাচনই হয়নি। তারাও (আওয়ামী লীগ) ভালো করে জানে এটা কোনো নির্বাচন হয়নি এবং ভোট চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপির জনপ্রিয়তা অনেক। আমাদের অনেক সংগঠন রয়েছে। কিন্তু শুধু জনপ্রিয়তা আর সংগঠন থাকলেই যে সবকিছু হয়না সেটি প্রমানিত হয়েছে। এজন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে। যেসব নেতাকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দিয়ে সংগঠনকে পুনর্গঠন করতে হবে। তাহলেই সব পরিস্থিতি মোকাবেলা করা যাবে।’

শুধু আইনি পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে না জানিয়ে রাজপথে আন্দোলনের কথা বলেন মওদুদ আহমদ।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/রেজা/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়