ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবাসিকে কেমিক্যাল গোডাউন নয় : আইজিপি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবাসিকে কেমিক্যাল গোডাউন নয় : আইজিপি

নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আবাসিক বা জনবহুল এলাকায় কেমিক্যাল গোডাউন থাকা উচিত নয়। কেমিক্যালের সব ধরনের উৎস সরিয়ে ফেলা উচিত।

চকবাজারে ভয়াবহ আগুনের ঘটনার পর সেখানে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে উদ্যোগ নিলেও কেমিক্যালের এসব উৎস অপসারণে সিটি করপোরেশনসহ আরো বিভিন্ন সংস্থা রয়েছে। এ কারণে করপোরেশনসহ সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ নেওয়া দরকার।

তিনি বলেন, এখানে রাসায়নিক পদার্থ ছিল। ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আশপাশে আগুন আরো ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়