ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেঁচে যাওয়ার বর্ণনা দিলেন রিকশাচালক

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেঁচে যাওয়ার বর্ণনা দিলেন রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের বর্ণনা দিলেন সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়া আহত রিকশাচালক নূর আলম (৩০)।

নূর আলম সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১০টার দিকে নন্দকুমার দত্ত রোড দিয়ে রিকশায় যাত্রী নিয়ে যাচ্ছিলাম। তখনই একটা বিকট শব্দ শুনতে পাই। সেই সময় আমার রিকশার ওপর ভবনের দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই রিকশা থেকে আমি পড়ে যাই। আর যাত্রীরা গিয়া পড়ে রাস্তার পাশের ড্রেনে।

নূর আলম আরো বলেন, দেয়ালের অংশ পড়ে মাথা ফেটে গেলেও আমার জ্ঞান ছিল। এর পর আমি ফোনে পাশেই এক আত্মীয়কে জানাই। পরে ওই আত্মীয় ঘটনাস্থলে এসে আমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, ভবনের দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ায় তার মাথা ফেটে গেছে। ব্যাথা পেয়েছেন পিঠে ও আঙুলে।

রাতে হাসপাতালে চিকিৎসা নিলেও আয়ের একমাত্র অবলম্বন রিকশা এখনো পাননি তিনি। তাই মাথায় ব্যান্ডেজ নিয়েই ভোড় সাড়ে ৪টার দিকে হাসপাতাল থেকে ছুটে যান দুর্ঘটনাস্থলে।

তিনি বলেন, এমন দৃশ্য জীবনেও দেখিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/মামুন খান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়