ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বইমেলায় তন্ময় মণ্ডলের নতুন কবিতার বই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় তন্ময় মণ্ডলের নতুন কবিতার বই

রাইজিংবিডি ডেস্ক : অমর একুশে বইমেলায় (২০১৯)  প্রকাশিত হয়েছে তন্ময় মণ্ডলের নতুন কবিতার বই ‘পালক জীবন’।

বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। বইটি পাওয়া যাচ্ছে বেহুলাবাংলার ১২৩-১২৪ নম্বর স্টলে।

বইটি সম্পর্কে তন্ময় মণ্ডল বলেন, ‘আমি জন্মগতভাবে ভারতীয় হলেও কবি হিসেবে তো বাঙালি, তাই অমর একুশে গ্রন্থমেলায় আমার তৃতীয় কাব্যগ্রন্থ প্রকাশ পাওয়ায় আমি আনন্দিত। পাখির পালক যেমন বাতাসে উড়ে বেরায় আবার মাটিতে পরে থাকে-আমার কাছে মানবজীবনও তাই। এই কাব্যগ্রন্থে আমি সে কথাই বলতে চেয়েছি।’

তার প্রথম কাব্যগ্রন্থ ‘মৃত্যুকে খোলা চিঠি’ প্রকাশিত হয় ২০১৬ সালে। এ বছর আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় প্রকাশিত হয়েছে ‘শীতঘুমে ১২ দিন’। কবিতা ছাড়াও তন্ময় মণ্ডল কাজ করেছেন গল্প, উপন্যাস, শিশুসাহিত্যে।

কবি তন্ময় মণ্ডলের জন্ম ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাটে। লেখালিখির শুরু ছোটবেলা থেকেই। ছোটবেলা কাটে মাসীর বাড়ি অশোকনগরে। তারপর সেখান থেকে কলকাতায় কলেজে পড়তে যাওয়া। এখন তিনি কলকাতারই স্থায়ী বাসিন্দা।



রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়