ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভবনগুলোতে রাসায়নিকের মজুত ছিল : তদন্ত কমিটি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভবনগুলোতে রাসায়নিকের মজুত ছিল : তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক : চকবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে রাসায়নিকের মজুত ছিল বলে তদন্ত কমিটি জানিয়েছে। এ কারণে আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে।

শুক্রবার বেলা ১১টা তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা জানান।

কমিটির সদস্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল এস এম জুলফিকার রহমান সাংবাদিকদের বলেন, ‘ভবনের ভেতরে গ্যাস লাইটার রিফিলের পদার্থ ছিল। এটা নিজেই একটা দাহ্য পদার্থ। এ ছাড়া অন্যান্য কেমিক্যালও ছিল। প্রত্যেকটা জিনিসই আগুন দ্রুত ছড়িয়ে দিতে সহায়তা করেছে। পারফিউমের বোতলে রিফিল করা হতো এখানে।’

উল্লেখ্য, বুধবার রাতে চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন মারা গেছেন।




রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়