ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘তদন্ত প্রতিবেদন অবশ্যই আলোর মুখ দেখবে’

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২২ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘তদন্ত প্রতিবেদন অবশ্যই আলোর মুখ দেখবে’

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেছেন, আগুনের ঘটনার তদন্ত প্রতিবেদন অবশ্যই আলোর মুখ দেখবে। সেখানে কারণ জানার সঙ্গে অগ্নিকা- রোধে সুপারিশও করা হবে।

শুক্রবার পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকা-ের স্থান পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘তদন্ত কমিটির সদস্যরা সবার সঙ্গে মতবিনিময় করবেন। প্রাথমিক কাজ হবে আগ্নিকা-ের উৎস ও কারণ খুঁজে বের করা। সরকারের এখানে করণীয় কি তাও নির্ধারণের পরামর্শ দেওয়া হবে। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হবে। যেন কোনভাবেই এ ধরনের ঘটনা আর না ঘটতে পারে।’ বুধবার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকা-ে ৬৭ জন নিহত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, ‘অবশ্যই তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখবে। কেননা, এটি একটি ভয়াবহ এবং মর্মান্তিক ঘটনা। আর আলোর মুখ না দেখলে কোন ব্যবস্থাও নেওয়া যাবে না।’

এ সময় লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম হোসেন গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু এটা মর্মান্তিক ঘটনা, পুলিশও এর তদন্ত করবে। যাদের বিরুদ্ধে অবহেলা প্রমাণিত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোন ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।’



রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৯/মাকসুদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ