ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পৌনে ৩ কোটি টাকার সোনা জব্দ, ২ বিদেশি আটক

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ১৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পৌনে ৩ কোটি টাকার সোনা জব্দ, ২ বিদেশি আটক

অর্থনৈতিক প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিযানে দুই বিদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৫ কেজি সোনা জব্দ করেছে ঢাকার প্রিভেন্টিভ দল।

ওই সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৭৯ লাখ টাকা।

বুধবার ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার এথেলা চৌধুরি রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কাস্টমস হাউজ জানায়, বোর্ডিং ব্রিজ এলাকায় টহলে থাকা প্রিভেন্টিভ দলের সদস্যরা আজ বুধবার শারজাহ থেকে সকাল ৯ টায় আগত এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট নং-জি ৯৫১৭ এর দুই বিদেশি যাত্রীকে ৯ নং বোর্ডিং ব্রিজের কাছ থেকে অনুসরণ করে।

পরবর্তী সময়ে গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তাদের কাছে শুল্ক-কর আরোপযোগ্য কোন পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্বীকার করেন।

এরপর তাদের সঙ্গে থাকা লাগেজ স্ক্যানে দেয়া হলে তার মধ্যে ধাতব পদার্থের ছবি পাওয়া যায় এবং উভয়ের ব্যাগ খুলে একই ধরনের ২টি ‘সোলার হোম সিস্টেম’ পাওয়া যায়।

বেলা সাড়ে ১১টার দিকে সোলার সিস্টেম খুলে তার মধ্যে থাকা ব্যাটারি খুলে ১০ তোলা ওজনের ২৪টি করে মোট ৪৮টি স্বর্ণবার পাওয়া যায়। এই দুই বিদেশি জানিয়েছেন তারা চীনের নাগরিক।

এ ঘটনায় দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উভয় যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হচ্ছে।




রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৯/এম এ রহমান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়