ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিনেমা হল বন্ধের ঘোষণা আওয়াজ মাত্র : মোহাম্মদ হোসেন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিনেমা হল বন্ধের ঘোষণা আওয়াজ মাত্র : মোহাম্মদ হোসেন

বিনোদন প্রতিবেদক : বেশ কয়েক বছর ধরে ঢাকাই চলচ্চিত্রে মন্দা অবস্থা বিরাজ করছে। খুড়িয়ে খুড়িয়ে চলছে সিনেমা হলগুলো। নতুন সিনেমা না থাকায় পুরোনো সিনেমা দিয়ে হলগুলো চালু রাখা হয়েছে। প্রতিনিয়ত তাদের গুনতে হচ্ছে লোকসান। যে কারণে একে একে প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। সিনেমা শূন্য হয়ে যাওয়ায় এবার হল মালিক, প্রদর্শকরা সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছেন।

এমন ঘোষণার পরে চলচ্চিত্রসংশ্লিষ্টরা দিয়েছেন ভিন্ন ভিন্ন মত। বিষয়টিকে ফাঁকা আওয়াজ হিসেবেই দেখছেন হল মালিক ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ হোসেন। তিনি রাইজিংবিডিকে বলেন, ‘হল মালিকদের ঐ সংবাদ সম্মেলনে আমি যাইনি। কারণ আমার সিনেমা হল এখন সিনেপ্লেক্সে দিয়ে দিয়েছি। হল মালিক সমিতির আওতায় আমি নেই।’

হল মালিকদের এমন সিন্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘হল মালিক ও প্রযোজক দুই পক্ষের সমস্যা আছে। সিনেমা ভালো চললে এসব কোনো সমস্যাই থাকতো না। তবে আমি বলবো- হল মালিকদের সিনেমা হল বন্ধের ঘোষণা আওয়াজ মাত্র। এর মধ্য দিয়ে তারা আলোচনায় বসতে চাচ্ছেন। আলোচনায় বসলে সমাধান হয়ে যাবে বলে মনে করছি।’

গতকাল ১৩ মার্চ সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন প্রদর্শক সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে-বিদেশি ছবি প্রবেশের সহজ নীতিমালা ও দেশীয় ছবি নির্মাণ বাড়ানোর উদ্যোগ না নিলে ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধ করে দেয়া হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদিপ্ত কুমার দাস, মিয়া আলাউদ্দিন, সভাপতি ইফতেখার নওশাদ প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/রাহাত/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়