ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অসুস্থ হয়ে পড়েছেন অনশনে বসা দৃষ্টি প্রতিবন্ধী রবিউল

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসুস্থ হয়ে পড়েছেন অনশনে বসা দৃষ্টি প্রতিবন্ধী রবিউল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে পুনরায় নির্বাচনের দাবিতে অনশনে বসা দৃষ্টি প্রতিবন্ধী মো. রবিউল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন।  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে অনশনে থাকা অন্যরা জানিয়েছেন।

নির্বাচনে সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন রবিউল। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুনরায় নির্বাচনের দাবিতে আগে থেকে অনশনে থাকা চার প্রার্থী ও শিক্ষার্থীদের সাথে রাজু ভাস্কর্যে বৃহস্পতিবার সকালে যোগ দেন রবিউল।

অনশনকারীদের একজন আল মাহমুদ তাহা বলেন, ‘আমাদের শরীরের অবস্থা খুবই খারাপ। শরীর দিন দিন দুর্বল হচ্ছে। আমাদের কাছে এখনও পর্যন্ত ভিসি, প্রক্টর কেউ আসেনি। তবে, ব্যক্তিগতভাবে অনেক স্যার এসেছেন। তারা আমাদের অনশন ভাঙ্গতে অনুরোধ করেছেন।’

তিনি বলেন, ‘গতকাল প্রক্টর রোকেয়া হলে এসেছিল, কিন্তু আমাদের কাছে আসেনি। এর মাধ্যমে প্রমাণ হয় আমাদের স্যাররা কতটা অমানবিক, কতটা নির্লজ্জ।’

মাঈন উদ্দিন নামে অপর অনশনকারী বলেন, ‘প্রক্টর, ভিসি বা অগণতান্ত্রিকভাবে নির্বাচিত ভিপি, জিএস, এজিএস কেউ আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি। তারা না আসার মাধ্যমে অমানবিকতার পরিচয় দিয়েছে। এই প্রশাসনের কাছ থেকে আমরা বেশি কিছু প্রত্যাশা করি না।’

শুরু থেকে অনশনকারীরা হলেন- জগন্নাথ হল সংসদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতাকারী অনিন্দ্য মন্ডল, শহীদুল্লাহ হল সংসদের সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাকারী শোয়েব মাহমুদ, মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মো. মাঈন উদ্দিন এবং কেন্দ্রীয় সংসদের ছাত্র পরিবহন পদে প্রতিদ্বন্দ্বীতাকারী তাওহীদ তানজীম।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/ইয়ামিন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়