ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ৩ বাংলাদেশি নিহত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ৩ বাংলাদেশি নিহত

রাইজিংবিডি ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলায় অন্তত ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন সেখানে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা।

দূতাবাসের অনারারী কনসাল শফিকুর রহমার ভুইয়া জানিয়েছেন, দুজন বাংলাদেশির পরিচয় সম্পর্কে তারা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছেন।

এদিকে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় তিনি আরো জানান, আরো একজনের মৃত্যুর কথা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. আবদুস সামাদের স্ত্রী, যাকে এর আগে নিখোঁজ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

তিনি বলেন, ‘নিহতদের একজন ড. আবদুস সামাদ, যিনি স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। ড. সামাদ এর আগে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।’

নিহত অন্যজনের পরিচয় সম্পর্কে তিনি বলেন, ‘মিসেস হোসনে আরা ফরিদ একজন গৃহবধূ ছিলেন।’

মসজিদে হামলার ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছে বলে বাংলাদেশের দূতাবাস এখন পর্যন্ত খবর পেয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এছাড়া গোলাগুলির ঘটনার পর দুজন নিখোঁজ রয়েছে।

আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে অনেক মুসল্লি জড়ো হয়েছিলেন। এমন সময়ে সেখানে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে।

তথ্যসূত্র : বিবিসি।

আরো পড়ুন

>>

>>

>>

>> 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/সাইফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়