ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নিউজিল্যান্ডে হামলার ঘটনা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডে হামলার ঘটনা দুঃখজনক : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদসহ কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নিজেদের সন্ত্রাসমুক্ত দাবি করা দেশেও মাঝে মধ্যে এ ধরনের হামলা ঘটে বলে উল্লেখ করেন তিনি।

শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রেস ব্রিফিং করেন মন্ত্রী। এ সময় নিউজিল্যান্ডে হামলা প্রসঙ্গে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি এ মন্তব্য করেন। নিউজিল্যান্ডে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। 

এ কে আবদুল মোমেন বলেন, ‘‘যারা নিজেদের সন্ত্রাসমুক্ত দেশ দাবি করে, তাদের দেশেও মাঝে মধ্যে এ ঘটনা ঘটে। আমরা ভালো নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের দেশে গত দু-তিন বছরে এ ধরনের ঘটনা ঘটেনি।’’

তিনি বলেন, ‘‘নিউজিল্যান্ডে আমাদের মিশন নেই। এ কারণে অন্য মাধ্যম থেকে খবর নিতে হচ্ছে। এ পর্যন্ত আমাদের একজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে আমাদের ক্রিকেটাররা সুস্থ আছেন। সবাই ঘটনাস্থল থেকে ফিরে গেছেন। জুমার নামাজের মধ্যে দুটি মসজিদে একসঙ্গে হামলা চালিয়েছে।’’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যে অস্ত্রগুলো দিয়ে গুলি চালানো হয়েছে, এগুলোতে সাইলেন্সার লাগানো ছিল বলে শব্দ হয়নি।’’

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশী ক্রিকেটাররা নিরাপদে রয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘‘যতটুকু শুনেছি নিউজিল্যান্ডে শেষ টেস্ট না খেলে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরে আসছে। ইতোমধ্যে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন তারা। তাদের দ্রুত ফিরিয়ে আনা হবে।’’



রাইজিংবিডি/সিলেট/১৫ মার্চ ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়