ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১১, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবারর জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়। কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটির সদস্য সংসদ সদস্য মো. মোজাম্মেল হোসেন, মো. শাহজাহান মিয়া, বেগম ফজিলাতুন নেছা, মো. আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম সালমা ইসলাম, বেগম লুৎফুন নেসা খান এবং সৈয়দা রাশিদা বেগম অংশ নেন।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও শিশু একাডেমির কার্যাবলি সর্ম্পকে কমিটিকে অবহিত করা হয় এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কার্যক্রম যথা সময়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়।

বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়