ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

২৩-২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৩-২৫ মার্চ জাতীয় স্মৃতিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

সচিবালয় প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

মঙ্গলবার সরকারি এক তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৬ মার্চ ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এছাড়া, জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করতে এবং গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন, যে কোন ধরনের তোরণ লাগানো যাবে না।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/হাসান/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়