ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আধুনিক চক্রাকার বাস সার্ভিস ২৬ মার্চ চালু

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আধুনিক চক্রাকার বাস সার্ভিস ২৬ মার্চ চালু

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৬ মার্চ থেকে ধানমন্ডি- সায়েন্সল্যাব- নিউমার্কেট-আজিমপুর রুটে আধুনিক চক্রাকার বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বুধবার রাজধানীর নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কল্পে গঠিত কমিটির চতুর্থ সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মেয়র এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চক্রাকার এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস থাকবে। এতে ৩৬টি স্পট করে দেওয়া হবে। এসব স্পটে বাসগুলো এসে নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করবে। এসব কাউন্টারে প্রতি পাঁচ মিনিট অন্তর অন্তর একটি করে বাস আসবে। এখানে সামান্য সময় অপেক্ষা করে যাত্রী নিয়ে চলে যাবে। বিআরটিসি নির্ধারিত ভাড়ায় বাসগুলো চলবে। এ এলাকায় অন্য বাস চলবে না।’

তিনি আরো বলেন, ‘বাস রুট রেশনালাইজেশনের জন্য আমাদের দুই বছর সময় লাগবে। কিন্তু জাতীয় নির্বাচনের কারণে আমরা দুই তিন মাস ঠিকমতো কাজ করতে পারিনি। আমরা সেই সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করছি।’

নতুন বাস আমদানির কারণে পুরান বাসগুলোকে কী করা হবে- এ প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘কমিটির  সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৈঠকে প্রধানমন্ত্রীর দপ্তরের মুখ্য সমন্বয়ক আবুল কালাম, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান, সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়