ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ফেরার খুব কাছাকাছি তাসকিন

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফেরার খুব কাছাকাছি তাসকিন

তাসকিন আহমেদ

ক্রীড়া প্রতিবেদক : তপ্ত দুপুরে মিরপুরের একাডেমিতে হাজির তাসকিন আহমেদ। মাঠের এক কোণে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় ব্যস্ত ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

‘ভাইয়া….’- তাসকিনকে উদ্দেশ্য করে মাশরাফির ডাক। ‘আইডল’ মাশরাফিকে চোখে পড়তেই জোরে হেঁটে চলে এলেন তাসকিন। বাম পায়ে কেডসের ভেতরে তাসকিনের স্লিং বাঁধা।

মাশরাফি, ‘কেমন আছো ভাইয়া?’

তাসিকনের উত্তর, ‘ভালো’।

আবার মাশরাফি, ‘ছেলে ভালো তো?’

তাসকিন,‘জ্বি, ভালো।’

মাশরাফি, ‘নিয়ে এসো বাসায়। তোমার খবর কও!’

তাসকিন, ‘এইতো দুদিনের মধ্যে দৌড় শুরু করতে পারব। তারপর বোলিং।’

মাশরাফি, ‘শুরু করো তাড়াতাড়ি।’

তাসকিন, ‘দোয়া রাখবেন ভাই।’

এরপর বিভিন্ন আলাপ চলল। তাসকিন বসে রইলেন মাশরাফির কাছেই। বিশ্বকাপ নিয়ে কত আড্ডা, কত কথা…. মাশরাফির থেকে বিদায় নিয়ে তাসকিন ফিরে গেলেন ফিজিওর কাছে। কোমড়ে রশি বেঁধে শুরু করলেন হাঁটা। রশিতে বাঁধা ২ থেকে ৩ কেজি ওজন নিয়ে পুরো মাঠ ঘুরলেন দীর্ঘক্ষণ। দীর্ঘদিন মাঠের বাইরে তাসকিন। তবুও শরীরের ওজন বাড়তে দেননি। ফিট রেখেছেন পুরোপুরি। এখন শুধু মাঠে ফেরার অপেক্ষা।

সামনের সপ্তাহে দৌড় শুরু করতে পারবেন। এর দুই-তিন দিন পর বোলিং। শুরুতে জোরে বোলিং করতে পারবেন না। গতি বাড়াবেন ধীরে ধীরে। তাসকিনের আশা, আগামী ১০ দিনের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি।

চলতি প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে তাসকিন থাকলেও তাকে নেয়নি কোনো দল। তবে পুরোপুরি ফিট হলে তাসকিনকে দলে চাইবে যে কোনো দল। তাসকিন সেই সুযোগের অপেক্ষায় আছেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়