ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে নিবে শিক্ষক-কর্মচারী ফেডারেশন

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ২২ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে নিবে শিক্ষক-কর্মচারী ফেডারেশন

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাদের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরতে চায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন । এরপর তিনি যে নির্দেশনা দিবেন, তাই মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

শুক্রবার জাতীয় প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারার কাছে অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন।

অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী  বলেন, ‘দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছি। আন্দোলনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। অথচ এক বছর পার হলেও দাবি বাস্তবায়ন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমাদের মানবেতর জীবনযাপনের কথা তুলে ধরবো। তিনি আমাদের যে নির্দেশনা দিবেন, তাই মেনে নেয়া হবে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, ‘২০১৮ সালের ৫ জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর একান্ত সচিব জানান, প্রধানমন্ত্রী দাবি মেনে নিয়েছেন। অনশন ভেঙে আমাদের ঘরে ফিরে যেতে বলেছেন। এরপর জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীসহ কয়েকজন এসে আমাদের বাড়ি ফিরে যেতে বলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তারা। কিন্তু এক বছর পার হলেও দাবি বাস্তবায়ন করা হয়নি। প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু তা পালন করা হয় না। এ কারণেই আমরা আবারও সমবেত হয়েছি।’

তিনি বলেন, বৃহস্পতিবার  বেলা ১১টায় এমপিওভুক্তির দাবিতে পুনরায় রাজপথে নেমেছি। নির্ধারিত কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে পুলিশ আটকে দেয়। তাই আমরা প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারায় অবস্থান করছি। এখানেই রাত্রিযাপন করেছেন কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

এদিকে অবস্থান কর্মসূচিতে বৃহস্পতিবার রাতে বরগুনা জেলার তালতলী উপজেলা এতিম মঞ্জিল মহিলা দাখিল মাদরাসা ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সংস্কৃতিক সম্পাদক শৈলেন চন্দ্র মজুমদার অসুস্থ হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। পরবর্তীতে তাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৯ /মামুন খান /শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়