ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রী নিহত

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিনা সাহা নামে এক স্কুলছাত্রী নিহত হয়। এ সময় আহত হয় পাঁচজন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিনা সাহা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামের লবু সাহার মেয়ে। সে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত।

সদর দক্ষিণ থানার ওসি মিজানুর রহমান জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে বাড়ি থেকে লেগুনাযোগে স্কুলে যাচ্ছিল রিনা সাহা। মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনা খাদে পড়লে ঘটনাস্থলেই ওই ছাত্রী নিহত হয়।

এর আগে সকাল ৯টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় ট্রাকচাপায় মাহমুদা আক্তার ইয়াসমিন নামে এক স্কুলছাত্রী নিহত হয়।

মাহমুদা চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সেই কুটুম্বপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে কুটুম্বপুর স্কুলের শিক্ষার্থী বিক্ষিপ্ত হয়ে ওঠে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ১ ঘণ্টা  সড়ক অবরোধ করে রাখে।

চান্দিনা থানার ওসি আবুল ফয়সল জানায়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রী নিহত হয়।

ওই স্কুলছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। আমরা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক মুক্ত করেছি।

 

 

 

 

রাইজিংবিডি/কুমিল্লা/২৬ মার্চ ২০১৯/জাহাঙ্গীর আলম ইমরুল/ইভা  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়