ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা: জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে শেখ ব্রিক্সয়ে মাটি কাটার সময় মাটি চাপা পড়ে বাবু ও হান্নান নামের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শফি নামে আরেক শ্রমিক।

মৃত শ্রমিক বাবু (৩৫) উপজেলার নতুন বাস্তপুর গ্রামের ইউনুসের পুত্র এবং হান্নান (৩৫) কেশবপুর গ্রামের কালাচাঁদের পুত্র। আহত শ্রমিক শফি বাস্তপুর গ্রামের সাকেরের পুত্র।

দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, প্রতিদিনের মত আজ মঙ্গলবার ভোর বেলা থেকে শ্রমিকরা  দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের বকুল শেখের শেখ ব্রিক্সয়ে মাটি কাটার কাজ করছিল। সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ১০ ফিট উচ্চতার মাটির  স্তুপ ভেঙে শ্রমিকদের মাথায় পড়ে। এসময় বাবু, হান্নান ও শফি এই ৩ শ্রমিক গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বাবু ও হান্নানকে মুত ঘোষণা করেন। শফির অবস্থাও আশঙ্কাজনক। শফি এখন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি শুকুমার বিশ্বাস জানান, কি কারণে মাটি চাপা পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে মৃতদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।



রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/১৬ এপ্রিল ২০১৯/ এম এ মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়