ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেঞ্চুরিতে কোহলির রেকর্ড

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৯ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেঞ্চুরিতে কোহলির রেকর্ড

ক্রীড়া ডেস্ক : আইপিএলের এবারের আসরটি ভালো যাচ্ছে না বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আট ম্যাচে মাঠে নেমে জয় মাত্র ১টিতে।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কোহলির বেঙ্গালুরু আজ শুক্রবার নবম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়। এই ম্যাচে বিস্ফোরক সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। তার ৫৮ বলে করা ১০০ রানের ইনিংসে ভর করে বেঙ্গালুরু পেয়েছে ২১৩ রানের বড় সংগ্রহ। শেষ ১০ ওভারে কোহলি ও মঈন আলী ১৪৩ রান তোলেন! মঈন ২৮ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৬৬ রান করেছেন।

কোহলি পার্থিব প্যাটেলের সঙ্গে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নেমে শেষ বল পর্যন্ত খেলেন। এই সময়ের মধ্যে ৫৮টি বল মোকাবেলা করে তার ৯টিকে চারে পরিণত করেন। ৪টিকে করেন ছক্কায় পরিণত। ১৭২.৪১ স্ট্রাইক রেটে ইনিংসের শেষ বলে ১০০ রানে আউট হন তিনি।

আইপিএলে এটা তার পঞ্চম সেঞ্চুরি। যা আইপিএলে কোনো অধিনায়কের সবচেয়ে বেশি শতকের রেকর্ড। অবশ্য চতুর্থ সেঞ্চুরির পর পঞ্চম সেঞ্চুরির দেখা পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৩ বছর!

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়