ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভারতের বিচারব্যবস্থা হুমকির মুখে : প্রধান বিচারপতি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫১, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের বিচারব্যবস্থা হুমকির মুখে : প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, দেশের ‘বিচারব্যবস্থা হুমকির মুখে পড়েছে।’ তার  বিরুদ্ধে এক নারীর আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকারের পর ক্ষোভ প্রকাশ করে গগৈ এ কথা বলেছেন।

প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের শুনানির জন্য সুপ্রিম কোর্টে গঠিত বিশেষ বেঞ্চের নেতৃত্বে রয়েছেন গগৈ নিজে। সুপ্রিম কোর্টের প্রাক্তন ওই নারী কর্মচারী শীর্ষ আদালতের প্রায় সব বিচারপতির কাছেই তার লিখিত অভিযোগ পাঠিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার শুনানি হয়।

শুনানির সময় প্রধান বিচারপতি গগৈ বলেন,‘এই সব অভিযোগের জবাব দেওয়ার জন্য যতটা নিচে নামার প্রয়োজন, আমি ততটা নিচে নামতে পারব না। ২০ বছর চাকরির পর এক জন প্রধান বিচারপতির কি এটাই প্রাপ্য ছিল? এই সব কিছুর জন্য তো বিচারব্যবস্থাই হুমকির মুখে পড়ে গিয়েছে।’

এই অভিযোগের পেছনে  ষড়যন্ত্র কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর পেছনে অনেক বড় শক্তি রয়েছে, তারা প্রধান বিচারপতির দপ্তরকে অকার্যকর করতে চায়।’

আগামী সপ্তাহে তিনি নিজে এর শুনানি করবেন উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আমি এই চেয়ারে বসবো এবং কোনো ভয়-ভীতি ছাড়াই আমার বিচারিক কার্যক্রম চালাব...বিষয়টি অনেক দূর গড়িয়েছে। বিচার বিভাগকে  বলির পাঠা বানানো যাবে না।’

অভিযোগের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল সঞ্জীব সুধাকর কলগাঁওকর।

তিনি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই, এটা ভিত্তিহীন অভিযোগ, বানানো।’



রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়