ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দারিদ্র্যের বাংলাদেশ এখন আর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ২০ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দারিদ্র্যের বাংলাদেশ এখন আর নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘শিশুরা এখন আর পিছিয়ে নেই।  নতুন প্রজন্ম ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখছে। আগামীতে তারাই দেশ চালাবে। সরকার তাদের উন্নয়নে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে।  এখন আর হত দরিদ্রের বাংলাদেশ নেই, এখন সম্ভাবনার বাংলাদেশ তৈরি হয়েছে। ’

শনিবার বিকেলে মগবাজার মধুবাগ খেলার মাঠে ইউসেপ টুইটা বোটফিল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘নতুন প্রজন্মের মেধা বিকাশ ঘটাতে হবে।  সরকার সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।  বাংলাদেশ ঘুরে দেখেছি, বর্তমান সরকারের জনপ্রিয়তা বেড়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কোনো প্রতিবন্ধকতা নেই।  ইউসেফ পরিচালিত স্কুলগুলো দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রাখছে। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন পারভীন মাহমুদ, নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ, রিজিওনাল ম্যানেজার এম. রিজওয়ান খান, রমনা-হাতিরঝিল থানা আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুররেজা খোকন প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৯/নূর/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়