ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে ঢাকা আসছেন জাতিসংঘের তিন কর্মকর্তা

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা ইস্যুতে ঢাকা আসছেন জাতিসংঘের তিন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সুষ্ঠু সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে তিন দিনের সফরে বুধবার ঢাকা আসছেন জাতিসংঘের তিন জন উচ্চপদস্থ কর্মকর্তা।

সোমবার জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র এক মিডিয়া অ্যাডভাইজরিতে এসব তথ্য জানানো হয়।

তিন কর্মকর্তা হলেন-জাতিসংঘ শরণার্থী সংস্থার হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি, আন্তর্জাতিক অভিভাসন সংস্থার মহাপরিচালক অ্যান্টনিও ভিটোরিনো এবং জাতিসংঘ মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকায় বৈঠক শেষে তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন।

শুক্রবার কক্সবাজারে সংবাদ সম্মেলন শেষে জাতিসংঘের কর্মকর্তারা ঢাকা ছাড়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, এর আগে চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই মানবিক সমস্যা সমাধানে নিজের ও জাতিসংঘের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়