ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘হামলায় সহায়তা করেছে আন্তর্জাতিক নেটওয়ার্ক’

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হামলায় সহায়তা করেছে আন্তর্জাতিক নেটওয়ার্ক’

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পেছনে আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে বলে দাবি করেছেন সে দেশের মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সেনারত্নে।

সোমবার কলম্বোয় সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি বলে জানিয়েছে রয়টার্স।

সেনারত্নে বলেন, দেশের ভেতরে থাকা কিছু লোক এসব হামলা করেছে এটা আমরা বিশ্বাস করি না।’ ‘আমরা মনে করি আন্তর্জাতিক নেটওয়ার্কের সহায়তা ছাড়া এ হামলা সফল হতো না।’

এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এক বিবৃতিতে বলেছেন, হামলার পেছনে আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে বের করতে বিদেশের সহায়তা চাইবে তার দেশ।

রোববার ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় দুই দফায় তিন গির্জা ও চারটি বিলাসবহুল হোটেলসহ আট জায়গায় বোমা হামলা হয়। এতে নিহত হয়েছে ২৯০ জন। আহত হয় প্রায় পাঁচশ।

সকালে প্রথমে হামলার শিকার হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের তিনটি বড় গির্জা সেইন্ট অ্যান্থনি চার্চ, সেইন্ট সেবাস্টিয়ান চার্চ ও জিয়ন চার্চ। ইস্টার সানডের প্রার্থনায় এসব চার্চে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ।

এছাড়া হামলা হয় কলম্বোর পাঁচ তারকা হোটেল শাংরি লা, কিংসবুরি ও সিনামন গ্র্যান্ড জোটেলে। এসব হোটেলে অনেক বিদেশি পর্যটক ছিলেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৩২ জন বিদেশি নাগরিক রয়েছেন।

দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে দুপুরের পর কলম্বোর অপর একটি হোটেলে এবং রাজধানীর দেমাটাগোদা এলাকায়।

চতুর্থ যে হোটেলে বিস্ফোরণ ঘটেছে সেটি দেশটির জাতীয় চিড়িয়াখানার কাছে দেহিওয়ালা হোটেলে। এ বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন জানিয়েছে বিবিসি।

হামলার পর দেশজুড়ে কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম। মোতায়েন করা হয় সেনবাহিনী।

শ্রীলঙ্কায় এই নারকীয় হত্যাযজ্ঞের নিন্দা করে শোক প্রকাশ করেছেন বাংলাদেশসহ বিশ্ব নেতারা। তারা শ্রীলঙ্কাকে যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ এসব হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের পুলিশ। তবে আটককৃতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাননি তারা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়