ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাম্প্রদায়িক পোস্টে লাইক-কমেন্ট থেকে বিরত থাকুন

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাম্প্রদায়িক পোস্টে লাইক-কমেন্ট থেকে বিরত থাকুন

নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর বাংলাদেশে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে বিতর্কিত সাম্প্রদায়িক পোস্ট দেওয়া ও এসবে লাইক, কমেন্ট করা এবং এসব শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

সোমবার ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম এই পরামর্শ দেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে আমরা সদা প্রস্তুত। দেশে সব সম্প্রদায়ের নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এর মধ্যেও জঘন্য হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশে বিশেষ কিছু মহল সাম্প্রদায়িক ‌'কনফ্লিক্ট'কে উস্কে দিচ্ছে। যা নিঃসন্দেহে ঘৃণ্য কাজ। ’

নাজমুল ইসলাম আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে অনেকের উগ্র সাম্প্রদায়িক পোস্ট দৃষ্টিগোচর হয়েছে। বিতর্কিত সাম্প্রদায়িক পোস্ট, লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। সাইবার নিরাপত্তা ও অপরাধ বিভাগ এ বিষয়ে সাইবার মনিটরিং জোরদার করেছে। যারাই এমন অপকর্ম করবেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় এ পর্যন্ত ২৯০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছেন কমপক্ষে ৫০০ জন।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়