ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

চলচ্চিত্র-টেলিভিশন ইনস্টিটিউট বিল স্থায়ী কমিটিতে প্রদানের সুপারিশ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলচ্চিত্র-টেলিভিশন ইনস্টিটিউট বিল স্থায়ী কমিটিতে প্রদানের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক গঠিত এক নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০১৯ পরীক্ষা-নিরীক্ষার পর সংশোধন ও সংযোজনপূর্বক চূড়ান্ত করে স্থায়ী কমিটিতে রিপোর্ট প্রদানের জন্য সুপারিশ করা হয়।

কমিটির আহবায়ক গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে  মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমান ও আকবর হোসেন পাঠান উপস্থিত ছিলেন।

বৈঠকে তথ্য সচিব আবদুল মালেক, বিটিভির মহাপরিচালক এস  এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব মো. তারিক মাহমুদসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।                



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৩ এ‌প্রিল ২০১৯/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়